Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৫:৫৮

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বুধবার (২০ জানুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিলে গতকাল আমাদের চেয়ারম্যান শেখ পরশের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।

এদিকে, গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ী দনিয়া কলেজ মাঠে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সারাবাংলা/এনআর/এসএসএ

আক্রান্ত করোনা চেয়ারম্যান যুবলীগ শেখ ফজলে শামস পরশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর