Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাল টিনে স্বপ্ন জাগছে হিলি সীমান্তের ১৪৫ পরিবারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৫:১৩

হিলি: উত্তরের জেলা দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলা। এই উপজেলার তিনটি ইউনিয়নে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে ঘর। ঘরগুলো আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১৪৫ ভূমিহীন পরিবারের মাঝে দেওয়া হবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খট্টামাধবপাড়া,আলীহাট, ও বোয়ালদাড় ইউনিয়নে ১৪৫টি ঘরের নির্মাণকাজ চলছে। ঘরগুলোর কাজ প্রায় শেষের দিকে। আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাওছার আলী বলেন, প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। এই টাকায় ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের দুটি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরি করা হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম জানান, উপজেলায় মোট ১৪৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করবেন।

সারাবাংলা/এসএসএ

আশ্রয়ন গৃহহীন প্রকল্প হিলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর