Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৪:৪৪

হিলি: ১৯০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধরন্দা বেইলী ব্রিজের পাশে জবির মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই নারী উপজেলার ধরন্দা এলাকার গোলাম রাব্বীর স্ত্রী ছালমা খাতুন ওরফে আশা (২১) ও সাইফুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৩৮)।

অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জবির মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় গর্ত করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই নারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

গ্রেফতার নারী ফেনসিডিল হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর