হানিফ ফ্লাইওভারে বাসের ব্রেক ফেল, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন
২০ জানুয়ারি ২০২১ ১৩:৩৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৩:৫৭
ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারে তারাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুলিস্তান টোল প্লাজায় দাড়ানো উৎসব পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়েছে। এতে তারাব পরিবহনের বাস চালকসহ বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এসআই আরিফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ গুলিস্তান টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারাব পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় টোল প্লাজায় উৎসব পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। উৎসব পরিবহনের বাসটি অনেক বড় হওয়ায় তারাব পরিবহনের বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের অনেক যাত্রীও আহত হয়েছেন।
পুলিশের ধারণা, তারাব পরিবহনের বাসটি ব্রেক ফেল করেছে। দুই বাসই জব্দ করেছে পুলিশ।
সারাবাংলা/ইউজে/এএম
উৎসব পরিবহন তারাব পরিবহন বাস দুর্ঘটনা রাজধানী হানিফ ফ্লাইওভার