Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরম তেল ঢেলে স্বামীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ২২:৫১

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে গরম তেল ঢেলে দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীকে হত্যার দায়ে বিবি কুলসুম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে হত্যাকাণ্ডে সহায়তার জন্য কুলসুমের মা-বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ৩ মে দৃষ্টিপ্রতিবন্ধী শহিদ উল্যার গায়ে গরম তেল ঢেলে পালিয়ে যায় কুলসুম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন শহিদ উল্যাহকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে তার মৃত্যু হয়।

আরও জানা গেছে, পরবর্তীতে এ ঘটনায় শহিদ উল্যাহর ভগ্নিপতি সাহেব উল্যাহ, তার স্ত্রী বিবি কুলসুম, শ্বশুর আবুল হোসেন ও শ্বাশুড়ি লিলি বেগমকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুলসুমকে প্রধান আসামি করা হয়। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এই রায় দেন আদালত।

এ মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আবদুর রহমান ও স্বপন চন্দ্র পাল।

এ বিষয়ে গুলজার আহমেদ জুয়েল জানান, রায় দেওয়ার সময় আসামি আবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামি নিহতের স্ত্রী কুলসুম ও তার শ্বাশুড়ি লিলি বেগম পলাতক ছিলেন।

সারাবাংলা/এনএস

গরম তেল প্রতিবন্ধী স্বামীকে হত্যা মৃত্যুদণ্ড স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর