Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৭:৫৫

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: চিকিৎসকের অবহেলায় দুলালী আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শহরের তাঁতীপাড়ায় অবস্থিত সেভেন ডে নার্সিং হোম ক্লিনিকে এই ঘটনা ঘটে।

দুলালী আক্তার ভোলারহাট হরিন্দা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

রোগীর স্বজনদের অভিযোগ, সোমবার দুপুরে সিজারিয়ান সমস্যা নিয়ে সেভেন ডে নার্সিং হোম ক্লিনিকে দুলালী আক্তারকে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টায় তার সিজার করেন ডা. হামিদুর রহমান। কিন্তু সিজারের পর রোগীর রক্তক্ষরণ শুরু হয় এবং অবস্থার অবনতি ঘটে। এসময় বার বার ডেকেও চিকিৎসককে পাওয়া যায়নি। পরে দিবাগত রাতে রোগী মারা যায়।

নিহতের স্বামী আব্দুল খালেক অভিযোগ করে জানান , রোগীর সমস্যা দেখা দিলে ক্লিনিক কৃর্তৃপক্ষ ও ডাক্তারকে বার বার ডেকেও পাওয়া যায়নি।

অভিযুক্ত ডাক্তার হামিদুর রহমান বলেন, রোগী মারা গেলে অনেক কথাই হয়। রোগী তো মারা যেতেই পারে।

সেভেন ডে নার্সিং হোম ক্লিনিকের ম্যানেজার মো. বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দিক থেকে কোনো অবহেলা ছিল না।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান সরকার জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি, তবে বিষয়টি খতিয়ে দেখবো।

সারাবাংলা/এসএসএ

অবহেলা চিকিৎসক ঠাকুরগাঁও প্রসূতি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর