নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১ ১৫:৫২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৭:৪১
১৯ জানুয়ারি ২০২১ ১৫:৫২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৭:৪১
দখলকৃত পশ্চিমতীরে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। ইসরাইল গত সপ্তাহে পশ্চিম তীরে আরও প্রায় ৮০০ নতুন বসতি নির্মাণের ঘোষণা দেওয়ার পর গুতেরেস সোমবার এ আহ্বান জানান।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্র নীতি সমাধানে এ সিদ্ধান্ত বড় ধরনের বাধা। তিনি বলেন, ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের বসতি নির্মাণের কোনো বৈধতা নেই। এটি আন্তর্জাতিক আইনের লংঘন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সোমবার বসতি নির্মাণের নির্দেশ দেন। সে আলোকে রোববার ইসরাইল দখলকৃত পশ্চিমতীরে ৭৮০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেয়।
উল্লেখ্য, অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বিবেচনা করে। সূত্র: বাসস।
সারাবাংলা/এএম