Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়ার জন্মবার্ষিকী পালন করছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৫:৩৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৬:৩৯

ঢাকা: সমাধিতে পুষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরে বাংলা নগরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবীব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালে বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। একাত্তর সালে মুক্তিযুদ্ধের ‘জেড’ ফোর্সের অধিনায়ক পরবর্তী সময় সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা বিদ্রোহে নিহত হন রাষ্ট্রপতি জিয়া। রাষ্ট্রক্ষমতা থাকাকালে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

সমাধিতে ফুল দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাসহ অন্যান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘আজকে আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি যে, আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

বিজ্ঞাপন

পরে মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল, কৃষক দল, তাঁতী দল, জাসাস, ড্যাব, এ্যাব, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে।

এদিকে জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ মেডিকেল ক্যাম্প। বিকাল তিনটায় শুরু হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এজেড/এমও

৮৫তম জন্মবার্ষিকী জিয়াউর রহমান টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর