Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১৫:২৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৬:২৫

মানিকগঞ্জ: সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি এ খবর নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। পরদিন ১৯ জুন নিহতের ভাই মুনুসর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ার পাঁচজনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণ করতে না পারায় ১৩ জনকে বেকুসুর খালাস দেন।

ইত্তেফাক/এএম

টপ নিউজ মানিকগঞ্জ মৃত্যুদণ্ড হত্যা মামলা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর