সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলার আদেশ আজ
১৯ জানুয়ারি ২০২১ ১১:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১২:১০
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলার আদেশের জন্য মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে গত ১২ জানুয়ারি এ দু’টি মামলার আদেশের জন্য এই তারিখ ধার্য করেন। এর আগে গত ১১ জানুয়ারি একই আদালতে বাদী কাজী আনিসুর রহমান এবং অপর মামলা অ্যাডভোকেট মো. সারওয়ার আলম মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে হয়রানিসহ মান-সম্মান ক্ষুণ্ন করে দেশ ও সমাজে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিক জয়প্রিয়তাকে নস্যাৎ করার উদ্দেশে ফুলবাড়ীয়া মার্কেট উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। সেখানে সাঈদ খোকন বলেন, ‘তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো, রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না।
তার এই বক্তব্য বাংলাদেশের জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসামি সাঈদ খোকন দণ্ডবিধি আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সারাবাংলা/এআই/এএম