Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাবের হটলাইন চালু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১০:৩৯

ঢাকা: জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের স্বাভাবিক জীবনে ফেরাতে একটি হটলাইন চালু করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

এতে বলা হয়, জঙ্গিবাদে জড়িয়ে পড়েছেন এমন কেউ বা তার স্বজনরা চাইলে র‌্যাবের হটলাইনে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবেন। এর মাধ্যমে জঙ্গিদের প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে অনুপ্রাণিত করবে র‌্যাব।

এজন্য র‌্যাবের হটলাইন নম্বর ০১৮৪৭৪৭৪০৫০ আর [email protected] ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সারাবাংলাকে বলেন, জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে চাইলে র‌্যাব তাদেরকে সহায়তা বা অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, যারা রাষ্ট্রদোহ বা ফৌজদারি অপরাধ করেনি তারা র‌্যাবের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এজন্য র‌্যাব সদরদফতর একটি মোবাইল নম্বর ও ই-মেইল চালু করেছে। তবে গুরুত্বর ফৌজদারি অপরাধে যারা জেলে আছে তাদেরকে অবশ্যই জেল থেকে দায়মুক্ত হয়ে আসতে হবে। এক্ষেত্রে কেউ সহায়তা চাইলে র‌্যাব তাদেরকে আইনি পরামর্শ দেবে বলে জানান তিনি।

 

সারাবাংলা/এএম/এএম

জঙ্গি টপ নিউজ র‌্যাবের হটলাইন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর