Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কান ধরে পানিতে ডুব দিয়ে ঘোষণা— আর ভোট করব না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ১১:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১৩

মেহেরপুর: কান ধরে পানিতে ডুব দিয়ে জীবনে আর কখনো ভোট করবেন না বলে ঘোষণা দিয়েছেন মোকলেছুর রহমান নামে এক পরাজিত কাউন্সিলর প্রার্থী। তিনি গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত গাংনী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শুধু তাই নয়, তিনি পানিতে ডুব দেওয়ার সময় নিজেই ভিডিও ধারণ করতে বলেন এবং স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে সেটি আপলোডও করান। পরে ৫২ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে সাত বার ডুব দিয়েছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, ‘জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করব না, করব না, করব না।’

মোকলেছুর রহমান বলেন, ‘সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। হাজার টাকার নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। মানুষের মনোভাব বুঝতে পেরে আমি ভোট না করার প্রতিজ্ঞা করলাম। ভালো লোকের জন্য ভোট না।’

প্রসঙ্গত, ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দীন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।

সারাবাংলা/এসএসএ

কান ধরে পানিতে ডুব গাংনী পৌরসভা নির্বাচন পরাজিত প্রার্থী মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর