Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা ঝুঁকি: ক্যাপিটল ভবন লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১ ২২:৩০

জো বাইডেনের অভিষেকের দুই দিন আগে সোমবার (১৮ জানুয়ারি) নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্পপন্থিদের হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল।

ক্যাপিটলের আশেপাশে অবস্থান নেওয়া বিবিসি’র সংবাদদাতারা জানিয়েছেন, ক্যাপিটলের ভেতর থেকে লকডাউনের ঘোষণা প্রচার করা হচ্ছে। বাইডেনের অভিষেক মহড়াও বাতিল হয়েছে।

পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানাচ্ছে বিবিসি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বিবিসিকে জানিয়েছেন – ক্যাপিটল ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে এবং ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভেতরে ঢুকতে দেখেছেন তারা।

সারাবাংলা/একেএম

ক্যাপিটল টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর