Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত থেকে উপহার হিসেবেও ভ্যাকসিন পাওয়া যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ২১:৩০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে উপহার হিসেবেও করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তবে এই উপহার হিসেবে কত ভ্যাকসিন আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই হবে। উপহার হিসেবে পাওয়া এসব ভ্যাকসিন সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালানের আগেও দেশে চলে আসতে পারে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ভ্যাকসিন যেকোনো দিন চলে আসবে। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয় তো, এ কারণে সঠিক দিন-তারিখ এখনই বলতে চাই না। যখন আসবে তখন জানিয়ে দেবো। কিন্তু আমরা আশা করছি, আমরা ভারত থেকে যে প্রথম লট পাব, তার আগেও চলে আসতে পারে।’

অক্সফোর্ড ছাড়াও অন্যান্য ভ্যাকসিন বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবদিকেই খবর রাখছি। অক্সফোর্ড ছাড়াও ফাইজার, মডার্না, স্পুটনিকসহ যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে সেগুলোও আমরা আনার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সিরাম ইনস্টিটিউট থেকে ৪ ডলার মূল্যে ভ্যাকসিন কিনছি। আর পরিবহনসহ সংরক্ষণে যে এক ডলার খরচ। সেটিও দেওয়া হচ্ছে। আমাদের চুক্তি আছে যে, ভারত সরকার কম দামে কিনলে আমাদের কম দামে দেবে। বেশি দাম হলে আমরা সেই দামে নেব না, আমরা কম দামেই নেব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যদি ২৫-২৬ জানুয়ারি ভ্যাকসিন চলে আসে, তারপরও আমাদের প্রিপারেশনের জন্য টাইম দরকার। আশা করি, সপ্তাহখানেকের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারব।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

উপহার জাহিদ মালেক ভারত ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর