Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যম উন্নয়ন কার্যক্রমের অংশীদার: শিল্প প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ২০:৩১

ঢাকা: গণমাধ্যমকে সরকারের উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে মোহনা টেলিভিশনের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে সরকার কাজ করছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে।

শিল্প প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মোহনা টেলিভিশনকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান। মোহনা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

সারাবাংলা/জেআর/টিআর

কামাল আহমেদ মজুমদার গণমাধ্যম মোহনা টিভি শিল্প প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর