চলতি বছরে সীমান্ত ‘খুলছে না’ অস্ট্রেলিয়ার
১৮ জানুয়ারি ২০২১ ১৯:১৪
চলতি বছরে ভ্রমণকারীদের জন্য অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত খোলার কোনো সম্ভাবনা নেই। খবর বিবিসি।
যদিও বিশ্বজুড়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, তারপরও সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা।
সোমবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি ব্রেনডাম মারফি জানিয়েছেন, ২০২১ সালে অস্ট্রেলিয়ায় অবাধ আসা-যাওয়া পুনরায় শুরু করার আশা করা যাচ্ছে না।
এদিকে, সরকারি সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি বলেছেন, এ বছরও সীমান্তে কড়াকড়ি বহাল থাকবে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে মারফি বলেন, যদিও অধকাংশ মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। কিন্তু, টিকা করোনা সংক্রমণ প্রতিরোধে সম্পূরর্ণরূপে কার্যকর হবে কিনা, তা নিশ্চিত নয়। তাই, সীমান্ত খুলে দেওয়ার ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।
এর আগে, ২০২০ সালের মার্চ মাস থেকে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। এতে হাজার হাজার অস্ট্রেলিয়ান বিদেশে আটকা পড়েছেন। এখন কেউ অস্ট্রেলিয়ায় ফিরতে চাইলে তাকে হোটেলে ১৪ দিনের কোয়ারেনটাইন বাবদ দুই হাজার ৩০০ মার্কিন ডলার অবশ্যই খরচ করতে হবে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ফাইজার ও অক্সফোর্ডের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশটি করোনা টিকা দেওয়ার কাজ শুরু করবে।
সারাবাংলা/একেএম
অক্সফোর্ডের ভ্যাকসিন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সীমান্ত টপ নিউজ ফাইজারের করোনা টিকা