Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় খালেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৭:৪৭

ফাইল ছবি

ঢাকা: বহিস্কৃত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার বাদী র‍্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফাসহ তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছে। এরই মধ্য দিয়ে এ মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হলো।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে এ সাক্ষীরা সাক্ষ্য দেন।

অপর সাক্ষীরা হলেন, সার্জেন্ট জহিরুল ইসলাম ও ড্রাইভার হুমায়ুন কবির। এরপর আদালত পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন।

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০১৯ সালের ১৭ নভেম্বর খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন র‌্যাব।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আটক করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা আরও দুইটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও দুই প্যাকেটে ৫৮২ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে ১০ লাখ ৩৪ হাজার টাকা ও ৪ থেকে ৫ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার জব্দ করা হয়।

সারাবাংলা/এআই/এমআই

খালেদ মাহমুদ ভূঁইয়া মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর