Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১ ১৭:১২

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

এর আগে, শুক্রবারের (১৫ জানুয়ারি) ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে পশ্চিম সুলাওয়েসি প্রদেশের ১৯ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে হতাহতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের খোঁজে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এদিকে, এক বিবৃতিতে দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং গুরুতর আহত হয়েছেন ২৫০’র বেশি মানুষ। ভূমিকম্পে শত শত ঘরবাড়ি, একটি মল, একটি হাসপাতাল ও বেশ কয়েকটি হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি, হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মধ্যে যেন করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতেও কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ভূমিকম্প উপদ্রুত অঞ্চলে ‘র‌্যাপিড অ্যান্টিজেন’ টেস্ট চালু করা হয়েছে বলে জানিয়েছেন রাদিত্য জাতি।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশে কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি দেখতে সোমবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো দক্ষিণ কালিমান্তান সফরে গেছেন।

এছাড়াও, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি ভূমিকম্পের আরেকটি পরাঘাত হতে পারে এবং সেটি সাত মাত্রা পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে সতর্ক করেছেন। সুনামি ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সামনের সপ্তাহগুলোতে বিরূপ আবহাওয়া ও সাগরকেন্দ্রিক ‘বিভিন্ন বিপদ’ দেখা দিতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইন্দোনেশিয়া ভূমিকম্প মৃত্যু সুলাওয়েসি দ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর