Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৬:৪৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৮:২৫

লালমনিরহাট: জেলার হাতিবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) লালমনিরহাট-বুড়িমারী অঞ্চলিক মহাসড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য হাতিবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- হাতিবান্ধা থানার ডিএসবি শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনেস্টবল মুজিবুল আলম।

পুলিশ জানান, হাতিবান্ধা থানার ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনেস্টবল মুজিবুল আলম একই মোটরসাইকেলে করে বড়খাতা থেকে হাতিবান্ধা থানায় ফিরছিলেন। পথে খানের বাজারে পাথরবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতেই ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/এমও

২ পুলিশ সদস্য নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর