ক্ষুদে শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগের টাকা আটকে আছে মন্ত্রণালয়ে
১৮ জানুয়ারি ২০২১ ১৬:২৭
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কিনতে সরকার থেকে ‘কিডস অ্যালাউন্স’ দেওয়ার কথা থাকলেও তা আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। ভাতার আওতায় শিশু শিক্ষার্থীদের এককালীন এক হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো অর্থ ছাড় না দেওয়ায় ওই পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না।
শিশুদের ভাতা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরে বইয়ের সঙ্গে জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু অর্থের অভাবে সেটি এখনই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়ের কাছে কিডস অ্যালাউন্স বাবদ এককালীন ১১০০ কোটি টাকা চেয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, ‘এই ভাতা মাননীয় প্রধানমন্ত্রী শিশুদেরকে দিতে বলেছেন। সুতরাং এই টাকা অবশ্যই শিশুরা পাবে। আগামী মাসে বাজেট সংশোধন হলে এই অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়।’
এদিকে গত ৯ মাস ধরে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকাও পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভার জটিলতা, ইন্টারনেট সমস্যা, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল সমস্যার কারণে তথ্য আপলোড করতে সমস্যা হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে যোগ হয়েছে করোনা ঝুঁকি। ফলে তথ্য যাছাইয়ের জন্য অভিভাবক পর্যন্তও পৌঁছতে পারছে না তারা। এই সমস্যা সমাধান হলে উপবৃত্তিও নিয়মিত হবে।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, ‘নগদের সার্ভারের মাধ্যমে নতুন করে তথ্য আপলোড করায় মাঠপর্যায়ে সমস্যা হচ্ছে। যে কারণে ২৫ জানুয়ারি পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়েছে। আগে উপজেলা পর্যায়ে ডাটা এন্ট্রি হতো, এবার স্কুল থেকে আপলোড করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকরা প্রশিক্ষিত ছিলেন না। এখন তাদের তথ্য আপলোড শেখানোয় দ্রুত কাজ হচ্ছে। এখন পর্যন্ত ৬৬ হাজার স্কুলের মধ্যে ২২ হাজার স্কুলের শিক্ষার্থীদের তথ্য আপলোড শেষ হয়েছে।’
উল্লেখ্য, এখন পর্যন্ত ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের টাকা শিক্ষার্থীদের মায়ের মোবাইলে পাঠানো হয়েছে। এরপর এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর মাসের টাকা আর দেওয়া হয়নি।
সারাবাংলা/টিএস/একে