Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার ওয়াশিকুর হত্যা: দুই সাক্ষীকে পুনঃজেরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৬:০৬

ঢাকা: রাজধানী তেজগাঁও এলাকায় থেকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আবু ইউসুফ ও এস এম সেলিম রেজা নামে দুই সাক্ষীকে পুনরায় জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শেষ করেন। এরপর আগামী ৪ ফেব্রুয়ারি জেরার পরবর্তী তারিখ ঠিক করেছেন আদালত।

মামলার আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলাটিতে মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।

এর আগে, গত ৪ নভেম্বর একই আদালত পুনরায় চার্জগঠনের আদেশ দেন।

গত ২৭ অক্টোবর মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। তবে ওইদিন রায় থেকে মামলাটি উত্তোলন করে পুনরায় চার্জ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত আবেদনটি মঞ্জুর করে রায় থেকে উত্তোলন করে মামলাটি পুনরায় বিচারকাজ শুরুর আদেশ দেন।

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ির দিপীকা মোড়ে ২০১৫ সালের ৩০ মার্চ ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী।

ওই ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। ২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। এরপর বিচার শুরু হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই উপস্থিত জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদরাসা ছাত্রকে আটক করে। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

ওয়াশিকুর হত্যা ব্লগার ওয়াশিকুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর