Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৫:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৫:২৪

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় খোকন (৩৫) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ( ১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপি এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানায় দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে অস্ত্র আইনের মামলায় ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে রায়ে উল্লেখ করা হয়েছে, সাজা দুইটা একসাথে চলবে তাই আসামিকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৪ মে অস্ত্র- গুলি রাখার অপরাধে আসামি খোকনকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রতন কান্তি রায় চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।

সারাবাংলা/এআই/এসএসএ

অস্ত্র মামলা কারাদণ্ড যুবক রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর