জনগণের টাকা খরচে সর্তক হতে হবে: পরিকল্পনামন্ত্রী
১৮ জানুয়ারি ২০২১ ১৪:২৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:৪৭
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জনগণের টাকা খরচে সর্তক হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না।’ সোমবার (১৮ জানুয়ারি) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের জোনাল অপারেশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘না খেয়ে টাকা বাঁচাতে বলবো না। খেতেও হবে, আবার হিসাবও করতে হবে। প্রতিটি টাকা খরচ করতে হিসাব করে। কেননা যারা আমাদের টাকা দিচ্ছেন, তার গিয়ে দেখেন আমাদের মতো সুন্দর বসার জায়গা পাচ্ছেন না। তারা হয়তো মাটিতে বসে কাজ করছেন। অথচ তারাই দেশের মানুষ।’
স্টেশনারি কেনাকাটাসহ সব ধরনের কেনাকাটায় বিশেষ সতর্ক থাকতে হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সময়মত ক্রয় কার্যক্রম করতে হবে। সরকার ব্যয়ের পক্ষে। কিন্তু যে ব্যয় আমাদের আয় ফিরিয়ে দেবে সেই ব্যয় করতে হবে।’
আদমশুমারি ২৫ থেকে ৩১ অক্টোবর
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি বলেন, ‘জনশুমারি প্রকল্পে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি। কেননা কৃষি শুমারিতে কাগজ-কলম ব্যবগহার করতে গিয়ে ১৩ কোটি টাকা গচ্চা দিতে হয়েছে। কেননা অনেক কাগজ নষ্ট হয়েছে। তথ্য ধরা যাচ্ছিল না। পরবর্তী অনেক দেন-দরবার করে এই টাকা পাশ করতে হয়েছিল। এরকম ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা সতর্ক করেছি।’
এতে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম।
সারাবাংলা/জেজে/এমও