করোনার ২টি ভ্যাকসিনের অনুমোদন দিলো ব্রাজিল
১৮ জানুয়ারি ২০২১ ১৩:৪৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৫:৫১
জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য দু’টি করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ব্রাজিল। রোববার (১৭ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন দেয়।
একই সঙ্গে করোনা মহামারি দ্বিতীয় আঘাত চলাকালেই গণহারে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।
আলজাজিরা’র খবরে বলা হয়, ব্রাজিলের জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোভাক বায়োটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়ার পর দেশটির প্রথম ভ্যাসকিন গ্রহণ করেন সাও পাওলোর নার্স মনিকা ক্যালাজানস (৫৪)। তিনি চীনের ভ্যাকসিনটি নেন।
জাইর বলসোনারো সরকার এই সপ্তাহে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছিল। কিন্তু তারা এখনো অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেশে আসার জন্য অপেক্ষা করছে।
সাও পাওলো গভর্নর জোয়াও ডোরিয়া। তিনি ব্রাজিলের বুটান্টনের বায়োমেডিকাল সেন্টারের সঙ্গে সিনোভাকের অংশীদারিত্বের বিষয়টি তত্ত্বাবধান করছেন। তিনি বলেন, ‘অতি দ্রুত ব্যাপকহারে টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।’
তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলো এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার (১৮ জানুয়ারি) সকালে রাজ্যগুলোতে ভ্যাকসিন বিতরণের কাজ শুরু করবে সরকার। প্রতিদিন এক মিলিয়ন লোককে টিকা দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালযয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র ও ভারতের পরই দেশটির অবস্থান। সেখানে এখন পর্যন্ত ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এনএস