Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপিটুনির মামলায় জামিন পেলেন ফরিদপুরের বরকত-রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৩:১৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৫:০৫

বরকত ও রুবেল, ফাইল ছবি

ঢাকা: ফরিদপুরে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত।

২০১৫ সালে গণপিটুনিতে তিন জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা এক মামলার শুনানি নিয়ে রোববার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আতোয়ার রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জানুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “২০১৫ সালের ২৪ জুন রাতে ফরিদপুর শহরতলীর বদরপুরে গণপিটুনিতে তিনজন নিহত হন। এই দুই আসামি গত বছরের ৭ জুন গ্রেফতার হওয়ায় ওই মামলায় তাদেরকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। এই মামলায় তাদেরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।”

এর আগে, ফরিদপুর শহরের গোলচামত এলাকার সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে সাজ্জাদ, রুবেলসহ ৯ জনকে গত বছরের ৭ জুন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাসহ বিভিন্ন ধারায় মামলা হয়।

এছাড়া চলতি বছরের ৪ জানুয়ারি হাইকোর্টের অপর একটি বেঞ্চ প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অর্থপাচার আইনে করা মামলায় এই দুই ভাইকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। অর্থপাচারের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে আনুমানিক ২ হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

গণপিটুনি জামিন বরকত-রুবেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর