রাঙ্গামাটিতে দেশীয় অস্ত্রসহ আটক ৭
১৮ জানুয়ারি ২০২১ ১১:৫২
রাঙ্গামাটি: বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বাওয়াপাড়া এলাকার চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫)বিষ্ণুমনি ত্রিপুরা (৪৪) ও জীবন ত্রিপুরা (২৬), রাজস্থলী উপজেলার বাসিন্দা লক্ষণ ত্রিপুরা (৩০) ও বীর বাহাদুর ত্রিপুরা (২৬)। এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি দেশীয় বন্দুক, ছুরি, বারুদ, কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় বন্দুক, ছুরি, কার্তুজের খোসাসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক আইনে দুটি মামলা করা হবে। তারা কোনো আঞ্চলিক দলের সদস্য কি না সেটা তদন্তের পর বলা যাবে।
সারাবাংলা/এসএসএ