Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১১:০৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৩:০২

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মাঝ নদীতে আটকে থাকা যানবাহন ও যাত্রী বোঝাই ৬টি ফেরি উভয় ঘাটে ভিড়েছে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় এখনো আটকে রয়েছে কয়েকশ যানবাহন। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কুয়াশার তীব্রতার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে গত রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাত থেকে মাঝ নদীতে আটকে আছে ৬টি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে শতাধিক নৈশকোচ, প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও ৩শ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে ছিল। সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ঘাটে যানবাহনের চাপ বেশি।

সারাবাংলা/এসএসএ

ঘন কুয়াশা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর