Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন: আ.লীগ ৪৬, বিএনপি ৪, স্বতন্ত্রের ৮ জয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ২১:৪১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১০:৪৯

ঢাকা: দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রয়েছে। গত শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত ৬০টি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ৪৬টিতে জয়লাভ করেছে। এর মধ্যে চারটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪টি পৌরসভার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন আটটিতে, বিএনপি চারটি, জাতীয় পার্টি একটি এবং জাসদ একটিতে জয়লাভ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) আসাদুজ্জামান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬০টি পৌরসভা নির্বাচনে গড়ে ৬১ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। এসব পৌরসভায় মোট ভোটার ছিল ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন। এর আগে প্রথম ধাপের পৌরসভায় নির্বাচনে ৬৫ দশমকি ৬ শতাংশ ভোট পড়ে। প্রথম ধাপের ২৩ পৌরসভার মধ্যে আওয়ামীলীগ ১৮টিতে, বিএনপি দুটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটিতে জয়লাভ করে।

ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভার মধ্যে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ২৯টি এবং ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ৩১টি পৌরসভার নির্বাচন। দ্বিতীয় ধাপে ইভিএমে অনুষ্ঠিত ২৯ পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রাজশাহী জেলার গোদাবাড়ি পৌরসভায়। এই পৌরসভায় ভোট পড়েছে ৮৩ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে ইভিএমে সবচেয়ে কম ভোট পড়েছে ফেনীর দাগন ভূঁইয়ায়। এখানে ভোট পড়েছে ৩৮ দমমিক ৬৩ শতাংশ। ব্যালটে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভায়। এখানে ব্যালেটে ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। আর ব্যালটে সবচেয়ে কম ভোট পড়েছে কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভায়। এই পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৫১ দশমিক ৮৭ শতাংশ।

এর আগে গত ২২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় এক মেয়রপ্রার্থী করোনায় মারা গেলে নির্বাচন স্থগিত করা হয়। ফলে শনিবার দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। গত ২২ নভেম্ববর প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি ৬০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশের ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ টপ নিউজ দ্বিতীয় ধাপ পৌর নির্বাচন বিএনপি স্বতন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর