Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ফিরছেন নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১ ২১:২৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৪:৫৫

গ্রেফতারের ঝুঁকি মাথায় নিয়েই জার্মানি থেকে রাশিয়ায় ফিরছেন দেশটির অন্যতম সরকারবিরোধী কন্ঠস্বর অ্যালেক্সি নাভালনি। খবর বিবিসি।

রোববার (১৭ জানুয়ারি) তার রাশিয়ায় ফিরে আসার কথা রয়েছে। দেশে ফেরামাত্র তিনি গ্রেফতার হতে পারেন।

এ ব্যাপারে রাশিয়ার কারা বিভাগ বলছে, ২০১৪ সালের একটি জালিয়াতির মামলায় স্থগিত দণ্ডাদেশের শর্ত লঙ্ঘনের দায়ে, মস্কোতে নামামাত্র নাভালনিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে।

পাশাপাশি, রাশিয়ার ফৌজদারি অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হতে পারেন অ্যালেক্সি নাভালনি।

এদিকে, নাভালনি এবং সহযোগীরা পুতিন প্রশাসনের এসব পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করছেন।

এর আগে, নোভিচক নামের এক বিষপ্রয়োগে অসুস্থ হওয়ার পর থেকে নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থান করছিলেন। সেখানে কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর জার্মানি থেকে রোববার নিজ দেশ রাশিয়ায় ফিরবেন নাভালনি।

এ ব্যাপারে নাভালনির সমর্থকদের অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার তমোস্ক শহর থেকে রাজধানী মস্কোয় যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাকে সাইবেরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তিনি চিকিৎসার জন্য জার্মানি যান।

পশ্চিমা বিশেষজ্ঞদের ভাষ্য, নাভালনিকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করা হয়েছিল।

তবে, নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।

সারাবাংলা/একেএম

অ্যালেক্সি নাভালনি টপ নিউজ নার্ভ এজেন্ট নোভিচক ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর