তারাবো পৌরসভায় বিজয়ী মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলরদের শুভেচ্ছা
১৭ জানুয়ারি ২০২১ ২২:০৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২২:১০
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে সদ্য বিজয়ী মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নবনির্বাচিত মেয়র হাছিনা গাজী জানান, পৌরসভার ব্যাপক উন্নয়ন করে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করবেন তিনি। মেয়র হাছিনা গাজী বলেন, ‘আমি একজন নারী। জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ আমাকে রাজনীতি করতে অনুপ্রাণিত করেছে। জীবনের বাকি সময়টা মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। তারাবো পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করবো।’
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৬ জানুয়ারি শনিবার ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ৪৩টি ভোটকেন্দ্রে ৮৫ হাজার ২৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী হাছিনা গাজী। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছে ১, ২, ৩নং ওয়ার্ডে লায়লা পারভীন; ৪, ৫, ৬নং ওয়ার্ডে মোছাম্মৎ মাহফুজা বেগম; ৭, ৮, ৯নং ওয়ার্ডে জোসনা আক্তার।
সাধারন আসনে নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ২নং ওয়ার্ডে মো. জসীম উদ্দিন ভুঁইয়া, ৩নং ওয়ার্ডে রাসেল সিকদার, ৪নং ওয়ার্ডে আক্তার হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডে মো. হামিদুল্লাহ, ৬নং ওয়ার্ডে মাহবুবুর রহমান জাকারিয়া, ৭নং ওয়ার্ডে মুহাম্মদ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে মো. আমির হোসেন ভূঁইয়া, ৯নং ওয়ার্ডে লায়ন বি. এম আতিকুর রহমান।
এদিকে, রোববার রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে নির্বাচনের ফলাফল নির্বাচিতদের হাতে তুলে দেন, নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘পৌরবাসীসহ সবার সহযোগিতায় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।’ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
সারাবাংলা/এমও