Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে জাতিগত সংঘর্ষে অন্তত ৪৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৬

সুদানের দারফুর অঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরা।

শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিম দারফুরের আল-জেনেইনা অঞ্চলে মাসাই এবং আরব যাযাবর জাতিগোষ্ঠির মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে, স্থানীয় চিকিৎসক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ওই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯৮ জন আহত হয়েছেন। তারা কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক এক টুইটার বার্তায় জানিয়েছেন, পশ্চিম দারফুরের ঘটনা তদন্তে নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের দল পাঠিয়েছেন, তারা এই ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জানাবেন।

ওদিকে, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে দারফুরের সংঘর্ষে ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত অন্তত তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, দারফুর অঞ্চলে জমি এবং পানি নিয়ে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়য়ে থাকে।

সারাবাংলা/একেএম

জাতিগত সংঘর্ষ টপ নিউজ দারফুর মৃত্যু সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর