Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সার্বিক পরিস্থিতি ভয়াবহ: রেজাউল করীম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৯:২১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:৫০

ঢাকা: দেশের সার্বিক পরিস্থিতি ভয়াবহ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান সভাপতি, অ্যাডভোকেট লুৎফুর রহমান সহসভাপতি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে যুগ্ম সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। মানুষের মৌলিক ও নাগরিক অধিকার ভূলুণ্ঠিত। মানুষের ভোটাকিারও নেই। দেশে দুর্নীতি, সন্ত্রাস, নারী ধর্ষণ, হত্যা মারাত্মক আকার ধারণ করেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।’

সংঘটনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিমকোর্টেল সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারি এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল বাসেত, অ্যাডভোকটে আব্দুল মতিন, অ্যাডভোকেট লুৎফুর রহমান সেখ, অ্যাডভোকেট শাহ নেওয়াজ ফকির, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কুমিল্লা বার প্রতিনিধি অ্যাডভোকেট হারুনুর রশিদ, নেত্রকোনা বার প্রতিনিধি অ্যাডভোকেট মোরশেদ আলম বেগ ও চট্টগ্রাম বার প্রতিনিধি অ্যাডভোকেট হারুন অর রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলন পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া। সম্মেলনে অর্ধশতাধিকের বেশি আইনজীবী অংশ গ্রহণ করেন।

সারাবাংলা/এজেড/এমআই

দেশের পরিস্থিতি ভয়াবহ রাজনীতি রেজাউল করীম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর