Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১১ কোটি ১২ লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৯:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:০৮

ঢাকা: নতুন বছরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮জন। এবারের খসড়া ভোটার তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘২০১৯-২০ সালের হালনাগাদ তালিকায় নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ এবং তৃতীয় লিঙ্গ হিসেবে আবেদন করেছেন ১৫ জন।’

মো. আলমগীর বলেন, ‘খসড়া তালিকায় কারও কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।’

তিনি জানান, ১৬ জানুয়ারি রোববার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।

ইসি সচিব বলেন, ‘এখানে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। আগামী ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

খসড়া টপ নিউজ প্রকাশ ভোটার তালিকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর