বড় দরপতনেও পুঁজিবাজারের লেনদেন আড়াই হাজার কোটি টাকা ছাড়াল
১৭ জানুয়ারি ২০২১ ১৮:৫৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২১:১২
ঢাকা: পুঁজিবাজারে বড়ধরনের দরপতনের পরও লেনদেন আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। দিন শেষে দেশের দুই পুঁজিবাজারে ২ হাজার ৫৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ইউনিট বেচাকেনা হয়েছে।
রোববার উভয় পুঁজিবাজারে আগের দিনের তুলনায় আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও কমেছে সব সূচক। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই‘র এক্স ইনডেক্স ৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫০ পয়েন্টে নেমে আসে। সূচকের এই পতনের ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল। দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬২ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৭ পয়েন্টে নেমে আসে।
এদিন ডিএসইতে ৩৫৯টি কোম্পানির ৭২ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৩৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭২টির, কমেছে ২৩১টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসএইর বাজার মূলধন ৪ লাখ ৯৫ হাজার ৯৬০ কোটি টাকায় নেমে আসে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৭৯টি কোম্পানির ৪ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৫৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
সারাবাংলা/জিএস/পিটিএম