Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে বইমেলা হবে, দিনক্ষণ ঠিক করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৮:৪৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২১:০২

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতিতে মেলা হওয়া-না হওয়া নিয়ে সংশয় থাকলেও সেটি কেটে গেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও পুস্তক প্রকাশক সমিতি যৌথ বৈঠকে মেলা সরাসরি অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন। তবে মেলা কবেনাগাদ শুরু হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে রোববার (১৭ জানুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মেলা শুরুর সম্ভাব্য তিনটি তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তারিখগুলো হলো ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ ও ১৭ মার্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা শুরুর দিনক্ষণের বিষয়ে সম্মতি দিলে তারপরই মেলা শুরু হবে।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বইমেলা সরাসরি হবে, ভার্চুয়াল বইমেলা নয়। তবে সময়টা আমরা এখনও নির্ধারণ করতে পারিনি।’

‘আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি ওপেন প্রস্তাব পাঠাব; ২০ ফেব্রুয়ারি, ৭মার্চ , ১৭ মার্চ থেকে বইমেলা শুরু করা যায় কিনা। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আশায় থাকব। কেননা ১২ এপ্রিল থেকে রোজা শুরু হয়ে যাবে। রোজার আগেই আমরা বইমেলা শেষ করতে চাই।’

কে এম খালিদ আরও বলেন, ‘কোভিড নিয়ন্ত্রণে এলে বা ভ্যাকসিন চলে এলে ওই সময়ে বইমেলা শুরু করা সম্ভব। যদিও একটু কঠিন হবে। কোভিড নিয়ন্ত্রণে না এলে মেলা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। কোভিড খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশাবাদী, শিগগিরই এটা আরও নিয়ন্ত্রণে আসবে। তখন আমরা স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজনের চেষ্টা করব।’

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সম্ভাব্য তিনটি তারিখের সঙ্গে আমরা একমত। মেলা কবেনাগাদ শুরু হবে সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার বা সম্মতির ওপর।’

বিজ্ঞাপন

বৈঠক শেষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘আমরা আজকেও বৈঠকে বলেছি, বইমেলা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু করে মার্চের মধ্যে শেষ করতে। কেননা এপ্রিল ঝড়-বৃষ্টির আবহাওয়া বইমেলার অনুকূলে থাকবে না। তা ছাড়া এপ্রিলে রোজা শুরু হবে। তাই মার্চেই বইমেলার আয়োজন করতে হবে।’

সারাবাংলা/একে

অমর একুশে গ্রন্থমেলা প্রধানমন্ত্রী বাংলা একাডেমি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর