Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত চত্বরে ভিকটিমের সঙ্গে ধর্ষণ মামলার আসামির বিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৭:৩১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৭:৩৬

ঝালকাঠি: জেলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামির সঙ্গে ভিকটিমের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দুপুরে দুই পক্ষের উপস্থিতিতে আদালত চত্বরে এই বিয়ে পড়ান কাজি মাওলানা মো. সৈয়দ বশির।

রোববার জামিন শুনানির নির্ধারিত দিনে আদালতে বাদি এবং আসামি পক্ষ উপস্থিত হলে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ ভিকটিমকে বিয়ের শর্তে স্থায়ী জামিনের প্রস্তাব দেন। প্রস্তাবে উভয়পক্ষ রাজি হলে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর নির্দেশে আদালত চত্বরে আসামি, ভিকটিম ও উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং বাদিপক্ষের মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল জানান, তিন বছর আগে ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামের আয়েশা আক্তারকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার মা লাকি বেগম বাদি হয়ে একটি নালিশি মামলা দায়ের করেছিলেন। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিলো।

সারাবাংলা/এমও

ধর্ষণ মামলা বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর