Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ: ‘কিশোর গ্যাং লিডার’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৭:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর লালখান বাজারে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ নিতে অপেক্ষমান আওয়ামী লীগের নেতাকর্মীদের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত ‘কিশোর গ্যাং লিডার’ মো. শরীফকে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর খুলশী থানার টাইগারপাস বটতল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম লালখান বাজারে অভিযান চালিয়ে সংঘর্ষে একপক্ষের নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত শরীফকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

লালখান বাজার ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল এবং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে রেজাউল আর ওই এলাকায় গণসংযোগে যাননি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন সারাবাংলাকে জানান, সংঘর্ষের ঘটনায় আবুল হাসনাত বেলালের পক্ষে মোহাম্মদ আলী এবং দিদারুল আলম মাসুমের পক্ষে মো. মাঈনুদ্দিন হাবিব বাদি হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। এর আগেই নগর গোয়েন্দা পুলিশ শরীফকে আটক করে।

জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘শরীফকে আটক করে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।’

গ্রেফতার মো. শরীফ (২৮) লালখান বাজারের বাঘঘোনা সড়কের এম আর সিদ্দিক গেইট এলাকার মো. রহিমের ছেলে। এলাকায় শরীফ ‘ডেকচি শরীফ’ নামে পরিচিত এবং প্রায় ৫০ জনের একটি শিশু-কিশোরদের সংঘবদ্ধ দলের ‘প্রধান নেতা’ হিসেবে পুলিশের তালিকাভুক্ত। শরীফ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

২০১৭ সালের ১৮ এপ্রিল লালখান বাজারে যুবলীগ নেতা শরীফ আহমেদকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শরীফ। এছাড়া ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামিদের ওপর গত বছরের ১২ অক্টোবর আদালতে হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলারও আসামি শরীফ। ওই মামলায় ১৫ অক্টোবর তাকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছিল। পরে জামিনে বের হয়ে লালখান বাজারে এসে শরীফ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ কিশোর গ্যাং লিডার দু’গ্রুপে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর