Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বনাথের ‘পলো বাওয়া’ উৎসব [ছবি]


১৭ জানুয়ারি ২০২১ ১৭:৫১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৭

আক্রমণ…

মাঘের শুরুতেই শুকিয়ে আসে হাওর ও বিলের পানি । এই সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিলে ঘটা করে পালিত হয় পলো বাওয়া উৎসব। গ্রামের ছোট-বড় সবাই পলো হাতে নেমে পড়েন মাছ ধরতে। রুই, কাঁতলা, বোয়াল, মৃগেল, তেলাপিয়াসহ হরেক রকমের মাছ ওঠে পলোতে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কয়েক শ মানুষ অংশ নেন পলো উৎসবে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে মাছ ধরা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

পলো বাওয়া উৎসব বিশ্বনাথের পলো বাওয়া উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর