Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃত্যু বেড়ে ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১ ১৬:৪৬

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

রোববার (১৭ জানুয়ারি) ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা (বিএনপিবি) এই সর্বশেষ তথ্য জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধসে পড়া ভবনগুলোয় ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এর আগে, শুক্রবারের (১৫ জানুয়ারি) ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে ৮২০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের পর থেকে প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন রয়েছেন বলে বিএনপিবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা জানিয়েছেন, গৃহহীনদের অনেকে গিয়ে পার্শ্ববর্তী পর্বতগুলোতে আশ্রয় নিয়ে আছেন। আর বাকিরা নিকটস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার প্রধান দিকোরিতা কার্নাওয়াতি বলেছেন, আরেকটি ভূমিকম্প এই অঞ্চলে আঘাত হানতে পারে এবং সেটি সাত মাত্রা পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি, সুনামি ঝুঁকির কারণে স্থানীয়দের সমুদ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ এর ‍ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ওদিকে, নতুন বছরের মাত্র দুই সপ্তাহ পার হয়েছে এরই মধ্যে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনবহুল দেশটি ফের বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। উত্তর সুলাওয়েসি ও দক্ষিণ কালিমান্তান প্রদেশে চলতি মাসে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ওই সময়েই পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইন্দোনেশিয়া টপ নিউজ ভূমিকম্প মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর