টকশোতে পিকে হালদার: একাত্তর টিভিকে সতর্ক করলো হাইকোর্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৫:৩১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৬:৫৬
ঢাকা: প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচারের বিষয়ে ৭১ টেলিভিশনকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।
আর পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন। এছাড়াও শুনানিতে যুক্ত হন আইনজীবী আজিজ, মোহাম্মদ আশরাফ ও মোহাম্মদ শিশির মনির।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি বলেন, `৭১ টেলিভিশনকে সতর্ক করে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যেকোনো দণ্ডিত বা পলাতক আসামির বক্তব্য গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে জারি করা আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।`
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘পলাতক পিকে হালদারের বক্তব্য প্রচার করায় ৭১ টেলিভিশনকে সতর্ক করে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।’
সারাবাংলা/কেআইএফ/এএম