Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ হোস্টেল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৩:১৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৩:২৯

প্রতীকী ছবি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং হোস্টেল থেকে লাইজু আক্তার (২৭) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের ৬ তলায় হোস্টেলের বাথরুমে লোহার অ্যাংগেলের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত লাইজু আক্তার সিনিয়র স্টাফ নার্স হিসাবে শিশু সার্জারি বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে কাজ করতেন। তিনি টাংগাইল জেলার মধুপুর উপজেলার সিঙেরবাড়ি গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তার স্বামী সুজন পারভেজ রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় থাকেন।

বিজ্ঞাপন

লাইজুর ভাই জহুরুল ইসলাম জানান, গত ৫ বছর আগে একই এলাকার সুজনের সঙ্গে লাইজুর বিয়ে হয়। তাদের লাবিব নামে ২ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে টাঙ্গাইল দাদির কাছে থাকে। লাইজু হোস্টেলে থেকে কাজ করতেন।

তিনি বলেন, ওই হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী তানভীরের সঙ্গে সম্পর্ক ছিল লাইজুর। বিষয়টি জানাজানি হলে তানভীরকে বাসায় ডেকে এনে শাসানো হয়। এ বিষয় নিয়ে লাইজু আর তার স্বামীর মধ্যে গত ১ মাস ধরে যোগাযোগ ছিল না। গতকাল রাতে সংবাদ পাই লাইজু আত্মহত্যা করেছে।

শাহবাগ থানার ওসি অপারেশন মাহবুবুর রহমান বলেন, তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, লাইজুর সঙ্গে তানভীর নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে তার পরিবার ও স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। এমনকি গত এক মাস ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল না। এ জের ধরেই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসআর/এসএসএ

ঝুলন্ত লাশ উদ্ধার নার্স বিএসএমএমইউ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর