৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১১:১৯
১৭ জানুয়ারি ২০২১ ১১:১৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে ছিল তিন শতাধিক যানবাহন। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী কনকনে শীতে চরম দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, শনিবার মধ্যরাত থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে ফেরি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসএসএ