বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পিতাপুত্র নিহত
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১০:২৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১২:৪৩
১৭ জানুয়ারি ২০২১ ১০:২৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১২:৪৩
বরিশাল: বানারীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুমন হাওলাদার (৪৫) ও তার কিশোর সন্তান মিসকাত হাওলাদার (১১) নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার ছোট ছেলে হাসিব হাওলাদার (৪)।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া-বরিশাল মহাসড়কের বীরমহল ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হলে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বজনেরা মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এএম