কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ০৯:৫৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১১:১৯
১৭ জানুয়ারি ২০২১ ০৯:৫৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১১:১৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় শনিবার রাত দেড়টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আটকে আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, গত মধ্যরাত থেকে পদ্মা নদী কুয়াশার আবরণে ঢেকে যায়। রাত দেড়টার দিকে কুয়াশার প্রকোপ বেড়ে যায়। পরে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা সিদ্ধান্ত হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক মিলে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে।
সারাবাংলা/এএম