ভারতের পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের, লোকসানে ব্যবসায়ীরা
১৭ জানুয়ারি ২০২১ ০৯:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১২:৪৫
হিলি: দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে আমদানি শুরুর প্রথম থেকেই আমদানিকৃত পেঁয়াজে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে দেশের বাজারে দেশিয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা নেই সাধারণ ক্রেতাদের মাঝে।
প্রতিটি ট্রাকে ১ থেকে দেড় লাখ টাকা লোকসান হওয়ায় গত বুধবার (১৩ জানুয়ারি) থেকে আমদানি বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। তিনদিন বন্ধের পর শনিবার বিকেলে আবারও দুই ট্রাকে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। তবে বন্দরে পাইকার না থাকায় এসব পেঁয়াজ নিয়েও বিপাকে পড়েছেন আমদানিকারকরা।
হিলিবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আলম হোসেন বলেন, দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা নেই। তাছাড়া আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশিয় পেঁয়াজের গুণগত মান ভালো । আজকে বন্দরে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছি। দেশি পেঁয়াজের থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি চাওয়ায় পেঁয়াজ না কিনে ঘুরে যাচ্ছি।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসুম জানান, দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা নেই। পেঁয়াজ আমদানি করে বিপাকে পড়তে হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি শুল্ক বাড়িছে অন্যদিকে দেশিয় পেঁয়াজের দাম কম। প্রতিটি ট্রাকে ১ থেকে দেড় লাখ টাকা লোকসান গুণতে হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
সারাবাংলা/এএম