Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ২০:১৩

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নানা অজুহাত তুলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর পাহাড়তলী, লালখান বাজার, বাগমনিরাম ওয়ার্ডে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গণসংযোগের সময় বিভিন্নস্থানে পথসভায় তিনি এ মন্তব্য করেন। রেজাউলকে সঙ্গে নিয়েই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, ‘যারা গুজবের ওপর ভর করে রাজনীতি করে, যারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে রাজনৈতিক দল করেছে, তারা আজ যখন বিশ্বজনীন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন নানা ষড়যন্ত্র করছে। জঙ্গি-রাজাকারদের নিয়ে গুজব ছড়িয়ে তারা মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু মানুষের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। করোনা মহামারিতে নানা গুজব ছড়িয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে।’

তিনি বলেন, ‘লন্ডন থেকে দুর্নীতির বরপুত্র তারেক রহমানের টিকিট এনে যারা নির্বাচন করছে, তারা জনগণের সামনে যেতে ভয় পায়। তারা নানা অজুহাত তুলে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আবারো নতুন ষড়যন্ত্রের বীজ বোনার অপচেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে নৌকা প্রতীককে জয়ী করতে হবে।’

পথসভায় রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম শহরে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অনেক মানুষ বসবাস করে। আমি নির্বাচিত হলে তাদের উচ্ছেদ না করে নিরাপদ স্থানে পুর্নবাসন করব। যারা পাহাড়ে জঙ্গি আস্তানা, মাদক আখড়া গড়ে তুলেছে, দখলবাজিতে লিপ্ত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। আমাদের প্রজন্মকে আমরা বিপথে যেতে দিতে পারি না।’

বিজ্ঞাপন

গণসংযোগে আরও অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে ছিদ্দিক আহমেদ, মহিউদ্দিন ভূঁইয়া, কায়সার মালেক, মোহাম্মেদ হোসেন হিরণ, দিদারুল আলম মাসুম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গিয়াস উদ্দিন, পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল, নারী কাউন্সিলর প্রার্থী তছলিমা বেগম নুরজাহান ও আনজুমান আরা বেগম।

সারাবাংলা/আরডি/এমআই

নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর