যুক্তরাষ্ট্রে অ্যসাইলাম চান হংকংয়ের ৫ অ্যাক্টিভিস্ট
১৬ জানুয়ারি ২০২১ ১৪:৩৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৫:১৩
হংকংয়ের গণতন্ত্রপন্থী পাঁচ অ্যাক্টিভিস্ট পালিয়ে তাইওয়ানে আশ্রয় নিয়েছেন। তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে অ্যাসাইলাম তথা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার উদ্দেশে দেশটিতে গেছেন বলে শনিবার (১৬ জানুয়ারি) জানিয়েছে অ্যাক্টিভিস্ট গ্রুপটি।
আলজাজিরার খবরে বলা হয়, তারা হংকংয়ের নতুন জাতীয় সুরক্ষা আইনের অধীনে গ্রেফতার এড়াতে গোপনে দেশত্যাগ করেন। এই আইনের আওতায় দেশটির গণতন্ত্রপন্থী ব্যক্তিদের গণগ্রেফতার করা হচ্ছে, যা মূলত চীনের অগ্রাসনের অংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক হংকং ডেমোক্রেসি কাউন্সিল (এইচকেডিসি) নামের একটি গ্রুপ জানায়, এই সপ্তাহে তরুণ অ্যাক্টিভিস্টদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে। তাদের এই যাত্রা ‘কষ্টকর ও বিপদজ্জনক’ ছিল।
এইচকেডিসি’র প্রতিষ্ঠাতা স্যামুয়েল চু সংবাদ সংস্থা এএফপি’কে জানান, অ্যাক্টিভিস্টদের সবাই হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলমান বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাদের সবার বয়স ৩০ বছরের নিচে। গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয় এবং গ্রেফতার করা হয়। গত বছরের জুলাই মাসে তারা নৌকা করে শহর ছেড়ে পালিয়ে আসে।
স্যামুয়েল চু আরও বলেন, যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানাতে পেরে এবং আশ্রয় ও নতুন জীবনের সন্ধানে তাদের সহায়তা করতে পেরে আমি স্বস্তি পাচ্ছি ও আনন্দিত।
এর আগে, গত বছরের আগস্টে তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছেল, গত বছর জুলাইয়ের শেষ দিকে পাঁচ জন অ্যাক্টিভিস্টি স্বশাসিত দ্বীপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দেশটির কর্তৃপক্ষ তাদের অবরুদ্ধ করে রেখেছিল। তবে তাইওয়ানের সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অ্যাসাইলাম আশ্রয় প্রার্থনা যুক্তরাষ্ট্রের কাছে অ্যাসাইলাম প্রার্থনা রাজনৈতিক আশ্রয় হংকংয়ের অ্যাক্টিভিস্ট