Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ১২:১৯

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনের কাছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে রোমেলা (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সবদুল হোসেনের স্ত্রী।

নিহত রোমেলার বোনের ছেলে সবেদ আলী জানান, উপজেলার সেনেরহুদা গ্রামে এক স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তার লাশ সেখান থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/এসএসএ

ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর