Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জাগঞ্জে ব্রিজ ধসে নদীতে, মাদ্রাসার অধ্যক্ষ নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ০৯:৩৪

বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজ ধসে নদীতে পড়ে মো. আইয়ুব আলী (৫৫) নামে একজন মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার এ খবর নিশ্চিত করেছেন।

মৃত আইয়ুব আলীর বাড়ি দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। তিনি মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

মির্জাগঞ্জ থানার ওসি বলেন, রাতে কলাগাছিয়া মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন আইয়ুব আলী। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ও মাওলানা আইয়ুব আলী ছিলেন। হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে। আইয়ুব আলী নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এএম

আইয়ুব আলী টপ নিউজ পটুয়াখালী ব্রিজ ধস