‘রেজাউলকে ভোট দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দিন’
১৫ জানুয়ারি ২০২১ ২১:০২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২১:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) নগরীর বাকলিয়ার তিন ওয়ার্ডে রেজাউলকে নিয়ে গণসংযোগ করেন আহমদ হোসেন।
আহমদ হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে নৌকা মার্কায় ভোট দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রামের মাটি বীর সন্তানদের মাটি। চট্টগ্রামের মানুষ তাদের বীর সন্তানকে মেয়র নির্বাচিত করবে, এই বিশ্বাস আমার আছে।’
বাকলিয়ার ভোটারদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘আমি নির্বাচিত হলে বাকলিয়াকে আধুনিক রূপে সাজাব। বিএনপি অতীতে বাকলিয়ার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোট নিয়ে গিয়েছিল। বাকলিয়াকে তারা তাদের ভোটব্যাংক হিসেবে প্রচার করত। কিন্তু বাকলিয়ার উন্নয়নে কিছুই না করে তারা মানুষকে ধোঁকা দিয়েছে। এবার বাকলিয়াবাসী তাদের ধোঁকাবাজির ফাঁদে পা দেবে না।’
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের মোহাম্মদ হারুন অর রশিদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের প্রার্থী মো. নূরুল আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ছিলেন।
সারাবাংলা/আরডি/টিআর
আওয়ামী লীগ প্রার্থী চসিক নির্বাচন টপ নিউজ নির্বাচনি প্রচারণা রেজাউল করিম